Latest News

6/recent/ticker-posts

Ad Code

২১ বল বাকি থাকতে দিল্লীকে হারালো কলকাতা নাইট রাইডার্স

২১ বল বাকি থাকতে দিল্লীকে হারালো কলকাতা নাইট রাইডার্স

DC vs KKR


পঞ্জাব কিংসের কাছে হারের ধাক্কা কাটিয়ে, অবশেষে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয়ে ফিরল নাইট শিবির। এদিন ২১ বল বাকি থাকতে ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় কেকেআর। এদিন টসে জিতে প্রথম ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে দিল্লী। জবাবে ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স।



দিল্লী ক্যাপিটালসের হয়ে কুলদীপ যাদবের ৩৫ ও পন্থের ২৭ রান বড় ভূমিকা নিয়েছে। পোরেলের ১৮, অক্ষরের ১৫ রানের ইনিংস। কেউই তেমন বড় স্কোর করতে না পারলেও শেষমেষ ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে দিল্লী। কলকাতার হয়ে তিনটি উইকেট নিয়েছে চক্রবর্তী, দুইটি করে উইকেট নিয়েছে বৈভব ও হর্ষিত। একটি করে উইকেট নিয়েছে স্টার্ক ও নারিন।



জবাবে ব্যাট করতে নেমে সল্ট করে ৬৮। নারিন ১৫, রিঙ্কু ১১ করে ব্যর্থ হলেও বাকি ম্যাচকে টানেন শ্রেয়স ও ভেঙ্কটশ। ২৩ বলে ৩৩ করে অপরাজিত থাকেন শ্রেয়স। বেঙ্কটেশ আইয়ার ২৩ বলে অপরাজিত ২৬ করেন। ২১ বল বাকি থাকতে ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় কেকেআর। ১৬.৩ ওভারে ৩ উইকেটে ১৫৭ রান করে ফেলে নাইটরা। দিল্লীর হয়ে ২টি উইকেট নেন অক্ষর ও একটি উইকেট নেন উইলিয়াম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code