কলকাতাকে হারিয়ে জয়ের ফিরলো চেন্নাই

CSK


চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর গুরুত্বপূর্ণ ম্যাচে টসেই হেরে যায় কলকাতা। আর শেষমেশ ম্যাচও হারলো কলকাতা। এদিন সুনীল নারিনকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ফিল সল্ট। প্রথম ওভারে দেশপান্ডের প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন সল্ট। ব্যাট করতে নামেন অংকৃষ রঘুবংশী। ১৮ বলে ২৪ করে ৬.১ ওভারে জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রঘুবংশী। ওই ওভারের পঞ্চম বলেই ২০ বলে ২৭ রান করে মাঠ ছাড়েন ক্যারিবিয়ান তারকা নারিন। ৯বম ওভারে ফের বল হাতে আসে জাদেজা। দ্বিতীয় বলে ডারিল মিচেলের হাতে ধরা পড়েন বেঙ্কটেশ আইয়ার। ৮ বলে ৩ রান করেন তিনি। ১১.৫ ওভারে মাহিশ থিকশানার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন রমনদীপ সিং। ১২ বলে ১৩ রান করে রমনদীপ। ১৬.৪ ওভারে দেশপান্ডের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন রিঙ্কু। ১৫ বলে ১০ রান করেন তিনি। ১০ বলে ১০ রান করে দেশপান্ডের বলে মিচেলের হাতে ধরা পড়েন রাসেল। শেষ ওভারে জোড়া উইকেট মুস্তাফিজের। প্রথম বলেই রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন শ্রেয়স আইয়ার। ৩২ বলে ৩৪ রান করেন তিনি। তিন বল খেলে শূন্য রানে ১৯.৪ ওভারে মুস্তাফিজের বলে রাচিন রবীন্দ্রর হাতে ধরা পড়েন স্টার্ক। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৩৭ রান তোলে কলকাতা।



জবাবে ব্যাট করতে নেমে তিন উইকেটে লক্ষ্যে পৌঁছায় চেন্নাই সুপার কিংস। ৩.২ ওভারে ৮ বলে ১৫ রান করে ফেরেন রাচিন রবীন্দ্র। চেন্নাইকে টানতে থাকে রুতুরাজ ও মিচেল। ১২.৩ ওভারে সুনীল নারিনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ডারিল মিচেল। ১৯ বলে ২৫ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। ১৬.৫ ওভারে বৈভব আরোরার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শিবম দুবে। করেন ১৮ বলে ২৮ রান। মাঠে নামেন ধোনি। তিন বলে ১ করে অপরাজিত থাকেন। এদিন চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে রুতুরাজ। ৯টা চারে ৫৮ বলে ৬৭ রান করেন অধিনায়ক।



জোড়া জয় দিয়ে আইপিএল ২০২৪ অভিযান শুরু করা চেন্নাই সুপার কিংস হঠাৎই হোঁচট খায় টুর্নামেন্টে। তারা পরবর্তী ২টি ম্যাচে হারের মুখ দেখে। আজ কলকাতাকে হারিয়ে ফের জয়ে ফিরলো চেন্নাই সুপার কিংস। কলকাতা নাইট রাইডার্সের ৯ উইকেটে ১৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ১৭.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৪১ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ১৪ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে সুপার কিংস।