Latest News

6/recent/ticker-posts

Ad Code

Loksabha Election 2024: জীবিত থাকলেও লিস্টে মৃত, ভোট দিতে গিয়ে ভারাক্রান্ত মনে ফিরলেন বৃদ্ধা

জীবিত থাকলেও লিস্টে মৃত, ভোট দিতে গিয়ে ভারাক্রান্ত মনে ফিরলেন বৃদ্ধা  

Basanti das



ধূপগুড়ি,জয়ন্ত বর্মণ


জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা। অনেক আশা নিয়ে ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়ে মন খারাপ করে ফিরতে হলো বাড়িতে। এমনই ঘটনা ঘটলো জলপাইগুড়ির ধুপগুড়ির 15/186 নং বুথের ভোটার বাসন্তী দাসের। ধুপগুড়ি পুরো এলাকার ৭ নম্বর ওয়ার্ডের নিবাসী বাসিন্দা।



এই ঘটনায় তোরজোড় শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে। এ বিষয়ে ওই বুথের প্রিসাইডিং অফিসার হিমাদ্রিশেখর দাস জানান, ভোটকেন্দ্রে এসেছিলেন ওই বৃদ্ধা কিন্তু আমাদের দেওয়া লিস্টে তার নাম মৃত বলে চিহ্নিত করা হয়েছে।



এ বিষয়ে তৃণমূলের ধুপগুড়ি ব্লক সভাপতি ইভান দাস জানান, বিষয়টি এইমাত্র জানতে পারলাম এবং এই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলবেন এবং তিনি যাতে এই ভোট দিতে পারেন সেই দিকে লক্ষ্য রাখছি।



আজ ১৯শে এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফার দিনেই ভোট গ্রহন চলছে উত্তরবঙ্গের তিন কেন্দ্র কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। সকাল থেকেই। বুথে বুথে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে হাজির হয়েছে ভোটাররা। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশি নিরাপত্তায় চলছে ভোট গ্রহন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code