বল চলে গেল স্টেডিয়ামের বাইরে, নজিরও গড়লেন পুরান

Pooran


নিকোলাস পুরান। লখনৌ সুপার জায়েন্ট ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচে গড়লেন নজির। চলতি আইপিএলে সবচেয়ে লম্বা ছক্কা হাঁকানোর নজির গড়লেন যদিও তা যুগ্মভাবে। এই মরশুমে কলকাতা নাইট রাইডার্সের বেঙ্কটেশ আইয়ার ১০৬ মিটার লম্বা ছক্কা হাঁকিয়েছেন। এবার ১০৬ মিটারের লম্বা ছক্কা হাঁকিয়ে চলতি আইপিএলে সবচেয়ে লম্বা ছক্কা হাঁকানোর নজিরে নাম লেখালেন পুরান।



এদিন পুরান ১৯তম ওভারে রিস টপলির বলে ছক্কার হ্যাটট্রিক করেন। ওভারের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বলে রিস টপলিকে পরপর তিনটি ছক্কা হাঁকান তিনি। এর মধ্যে শেষ ১৮.৪ ওভারে যে ছক্কাটি পুরান ডিপ মিড উইকেটের উপর দিয়ে মারেন, সেটি স্টেডিয়ানের বাইরে গিয়ে পড়ে। যা ১০৬ মিটার লম্বা।



লখনউ সুপার জায়ান্টসের এই ব্যাটার শেষ দুই ওভারে ম্যাচের রঙ বদলে দেয়। ১৮তম ওভার শেষে ৫ উইকেটে ১৪৮ রান ছিল লখনউ সুপার জায়ান্টসের। সেখান থেকে শেষ দুই ওভারে নিকোলাস পুরান ঝড়ে স্কোর পৌঁছে যায় ৫ উইকেটে ১৮১ রানে। পাঁচে নেমে ৫টি ছক্কা এবং ১টি চারের হাত ধরে পুরানের ২১ বলে অপরাজিত ৪০ রানের ইনিংস গড়েন পুরান।