IPL-এ গড়লেন ইতিহাস, T20-ক্রিকেটেও নজির
Indian Premier League এ ইতিহাস গড়লেন বিরাট কোহলি। আইপিএল ২০২৪ সেশনে আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরির মারার সাথে সাথে তিনি ছুঁয়ে ফেললেন সাড়ে সাত হাজার রান করার মাইলফলক। কোহলি প্রথম প্লেয়ার হিসেবে আইপিএলে সাড়ে সাত হাজার রানের মাইলস্টোন স্পর্শ করে ইতিহাস লিখে ফেলেছেন। ২৪২তম ইনিংসে কোহলি এই নজির স্পর্শ করেন। আইপিএল তাঁর মোট সংগ্রহ ৭,৫৭৯ রান। তারপরেই রয়েছে শিখর ধাওয়ান। ৬৭৫৫ রান।
২০২৪ আইপিএল মরশুমে প্রথম প্লেয়ার হিসেবে সেঞ্চুরি হাঁকালেন কোহলি। এদিন ৬৭ বলে তিনি নিজের শতরান পূরণ করেন।৯টি চার এবং চারটি ছক্কায় সাজিয়েছেন নিজের সেঞ্চুরির ইনিংস। এটি কোহলির অষ্টম আইপিএল শতরান। ২০২৪ আইপিএল মরশুমের শুরুটাও দুরন্ত ছন্দে করেছেন আরসিবি-র প্রাক্তন অধিনায়ক। এখনও পর্যন্ত ৫ ইনিংস খেলে একটি শতরান সহ ৩টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন।
এর আগে ২০১৬ সালে রেকর্ড-ব্রেকিং মরশুমে ৪টি সেঞ্চুরি, ২০১৯ সালে একটি এবং ২২৩ সালে ২টি করে সেঞ্চুরি করেছেন বিরাট। এই মুহূর্তে মোট আটটি সেঞ্চুরি বিরাটের ঝুলিতে। পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির তালিকায় তিন নম্বরে উঠে এলেন বিরাট কোহলি। আপাতত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক শতরানের তালিকার শীর্ষে আছেন ক্রিস গেইল। ২২টি সেঞ্চুরি রয়েছে তার। দ্বিতীয় স্থানে ১১টি শতরান হাঁকিয়েছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊