নিম্নমানের খাবার ও শিক্ষিকারা দেরিতে স্কুল আসার অভিযোগে বিক্ষোভ গ্রামবাসীদের 

Protest on school


নিম্নমানের খাবার দাবার ও সময় মত স্কুলে না আসার অভিযোগ উঠল শিক্ষিকার বিরুদ্ধে। শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটে নবগ্রামের কিরিটেশ্বরী অঞ্চলের রঘুপুর গোয়ালপাড়া শিশু শিক্ষা কেন্দ্রে।




এই নিয়ে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় রঘুপুর গোয়ালপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের সামনে। গ্রামবাসীদের অভিযোগ প্রতিদিন সময় মত স্কুলে আসেন না শিক্ষিকা প্রতিদিন বারোটা তো একটা সময় স্কুলে প্রবেশ করে শিক্ষিকা।

এছাড়াও স্কুলে মিড ডে মিল হয় একদম নিম্নমানের ছাত্র-ছাত্রীকে কোনদিন দেওয়া হয় না ডিম। বিদ্যালয়ে শিক্ষিকা দেরিতে আশায় ছাত্রছাত্রীরা কখনো পুকুর ধারে বা রাস্তাঘাটে বা মাঠে খেলাধুলা করে এই নিয়ে কোন মাথা ব্যথায় নেই শিক্ষিকার যে কোন সময় দুর্ঘটনা শিকার হতে পারে ছাত্রছাত্রীরা। শিক্ষিকার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগে নিয়ে গ্রামবাসীরা স্কুলের সামনে বিক্ষোভ দেখায় ।




স্কুলের শিক্ষিকা বলেন আসতে দেরি হয় ঠিকই কিন্তু মিড ডে মিল একদম সরকারি নিয়ম অনুসারে দেওয়া হয়। যদিও আজকে আমাদের প্রতিনিধিরা স্কুলে গেলে দেখা যায় স্কুলে মিড ডে মিল একদম দেরিতেই হয় এবং স্কুলের ছাত্রছাত্রীরা এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে যেখানে সেখানে। গ্রামবাসীরা জানাই এই ভাবেই স্কুল চলতে থাকলে ছাত্রছাত্রীরা কি শিখবে। শিক্ষিকাকে বদলে দাবিও জানিয়েছে স্থানীয় গ্রামবাসীরা।