ব্যর্থ গিলের দুরন্ত ইনিংস, গুজরাটকে হারালো পাঞ্জাব
আইপিএল ২০২৪-এর ১৭ তম ম্যাচটি আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হল গুজরাট টাইটানস এবং পঞ্জাব কিংসের মধ্যে। তিন উইকেটে জয় পেয়েছে পাঞ্জাব কিংস। টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস।
এদিন প্রথম ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৯৯ রানের ইনিংস গড়েন। ওপেন করতে নেমে সাহা ব্যর্থ হলেও আজ অপরাজিত থেকে দুর্দান্ত ইনিংস খেললেন শুভমন গিল। ৪৮ বলে ৮৯ রান করেন গিল। গেইলকে সঙ্গ দিতে এসে ২৬ করে ফেরেন উইলিয়ামসন, ৩৩ করে ফেরেন সুদর্শন, বিজয় ৮ ও রাহুল ২৩ করে ফেরেন। পাঞ্জাবের হয়ে রাবাদা ২টই এবং হরপ্রীত ও হর্ষল ১টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ১ বল বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় পাঞ্জাব কিংস। ধওয়ান এদিন ব্যর্থ হলেও ওপেন করতে নেমে ২২ করে জনি। সিং ৩৫, সাম কুরান ৫, রাজা ৫ করে ফেরার পর ম্যাচের হাল ধরেন শশাঙ্ক। করেন ৬১। জিতে ১৬ ও আশুতোষের ৩১-এ ২০০ করে পাঞ্জাব। জয় হয় তিন উইকেটে। এদিন গুজরাটের হয়ে নুর দুটি উইকেট নেন। আজমাতুল্লাহ, রসিদ, উমেশ, মোহিত ও দর্শন ১টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হন শাশঙ্ক।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊