ভারতে কবে পালিত হবে পবিত্র ঈদ-উল ফিতর? ১০ নাকি ১১ই এপ্রিল?
![]() |
File Pic |
ইসলাম ধর্মাবলম্বী মানুষদের সবচেয়ে পবিত্র মাস রমজান মাস চলছে। রমজান শেষে পালিত হয় পবিত্র ঈদ-উল-ফিতর। আর কয়েকটা দিন তারপরেই শেষ রমজান মাস দেশ জুড়ে পালিত হবে খুশির ঈদ। খুশির ঈদ কবে, ১০ নাকি ১১ই এপ্রিল?
পবিত্র ঈদ কবে পালিত হবে তা নির্ভর করে চাঁদ দেখার ওপর। চাঁদ দেখে যেমন শুরু হয় রমজান মাস শুরু হয় রোজা তেমনই চাঁদ দেখেই পালিত হবে ঈদ। এবছর ভারতে চাঁদ দেখেই শুরু হয়েছিল রমজান। কোনো বছর ২৯টি আবার কোনো বছর ৩০টই রোজা করে শেষ হয় রমজান মাস। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ১১ই এপ্রিল পবিত্র ঈদ উল ফিতর পালিত হওয়ার কথা।
আনুমানিক, আগামী ১০ই এপ্রিল হতে চলেছে শেষ রোজা আর তারপরের দিন অর্থাৎ ১১ই এপ্রিল সারা দেশে পালিত হবার কথা পবিত্র ঈদ উল ফিতর। সকালে ঘুম ভেঙে ঘোসল বা স্নান করে পাক পরিষ্কারে ঈদের মাঠে দুই রাকাত নামাজ আদায় করে পালিত হবে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদের খুশিতে একে অপরের কোলাকুলি, মিষ্টিমুখে খুশির সাথে ঈদ উৎসব পালন করবে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊