মনোনয়ন বাতিলকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ দেবাশীষ ধর

Debashish Dhar


মনোনয়ন বাতিলকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ দেবাশীষ ধর। লোকসভা নির্বাচনে বীরভূম জেলার প্রার্থী করা হয়েছিল প্রাক্তন আইপিএস দেবাশীষ ধরকে। কিন্তু বাতিল হয়ে যায় মনোনয়ন। মনোনয়ন বাতিলকে কেন্দ্র করে প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। কিন্তু মেলেনি সুরাহা। এবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ দেবাশীষ ধর। যদিও বিজেপির তরফে বিকল্প প্রার্থী আগে থেকেই রাখা হয়েছিল সেই লোকসভা কেন্দ্রে।

সোমবার সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানান বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী দেবাশীষ ধর।

গত বিধানসভা ভোটের দিন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল ৫ জনের। সেই সময়কার এসডিপিও দেবাশিস ধরকে (Debashish Dhar) লোকসভার প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু বাতিল হল বীরভূমের (Birbhum) বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন পত্র।

কোচবিহারের সেই আইপিএস আধিকারিক এসডিপিও দেবাশিস ধরকে (Debashish Dhar) রাজ্য ক্লিনচিট দেয়নি। যার দরুন বাতিল হয় দেবাশিস ধরের মনোনয়ন পত্র।

পুলিশের চাকরি ছাড়ার সময় রাজ্য সরকারের ছাড়পত্র পাননি তিনি। অথচ মনোনয়ন দাখিলের সময় সেই ছাড়পত্র জমা দেওয়া আবিশ্যিক। রাজ্যের সেই ছাড়পত্র দেখাতে না পারায় তাঁর মনোনয়ন বাতিল হয় বলে জানিয়েছেন খোদ প্রার্থীই (Debashish Dhar)। তবে তাঁর দাবি, সুপ্রিম কোর্টের ছাড়পত্র থাকার পরও মনোনয়নপত্র বাতিল হয়েছে। হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। তেমন কোনো লাভ হয়নি হাইকোর্টে। এবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ তিনি।