ভোটকেন্দ্রে আচমকাই পড়ে গিয়ে মৃত্যু CPIM কর্মীর 


CPIM worker death



আজ শুরু হল লোকসভার মহারণ (Lok Sabha Election 2024)। প্রথম দফায় সারা দেশে ১০২টি লোকসভা কেন্দ্রে হল ভোট গ্রহণ। রাজ্যের তিন লোকসভা কেন্দ্রেও ছিল ভোট গ্রহণ। ভোট গ্রহণ হল কোচবিহার-জলপাইগুড়ি-আলিপুরদুয়ারে। নিশীথ-উদয়নের জেলায় সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয় ভোট। তবুও অশান্ত কোচবিহার।



এদিকে জলপাইগুড়িতে হল এক মর্মান্তিক ঘটনা। জলপাইগুড়িতে সিপিআইএমের অস্থায়ী ক্যাম্পে বসেছিলেন একদলীয় কর্মী, আচমকায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃতের নাম প্রদীপ দাস বয়স আনুমানিক ৫৮। জানা গিয়েছে তিনি সিপিএমের একনিষ্ঠ কর্মী ছিলেন। এই ঘটনায় হসপিটাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।



সিপিএম সূত্রে খবর, ধূপগুড়ি ব্লকের বিনয় সাহা মোড় এলাকার ১৫/১২৪ নম্বর বুথের বাইরে দলের ক্যাম্পে বসেছিলেন প্রদীপ। করতেন সবজির দোকান। ক্যাম্পে বসে দলেরই কাজ করছিলেন তিনি। আচমকাই এই ঘটনা।