গতকাল  সভায় আক্রমণের ঘটনার পর গীতালদহের হরিহাট বাজারে বামফ্রন্ট নেতৃত্ব


cpim



শুক্রবার রাতে দিনহাটার গীতালদহের হরিহাট বাজারে বামফ্রন্টের সভায় আক্রমণের ঘটনার পর আজ কোচবিহার জেলা বামফ্রন্ট নেতৃত্বেরা ঘটনাস্থল পরিদর্শন করেন ও সাধারণ মানুষের সাথে কথা বলে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আবেদন জানান । গতকাল রাতেই দিনহাটা থানায় লিখিত ভাবে নয় জন তৃনমূল অঞ্চল সভাপতি সহ পঞ্চায়েত সদস্যদের নামে অভিযোগ জানানো হয়। সাথে দীর্ঘক্ষণ দিনহাটা থানার সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।


হরিহাট বাজার পরিদর্শন শেষে বামফ্রন্ট নেতৃত্ব দিনহাটা থানার আই সি সাথে দেখা করে আক্রমণকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। জেলার বাম শীর্ষ নেতাদের গাড়ির কনভয় নিয়ে গিতালদহ্ পরিদর্শন সাধারণ মানুষের মধ্যে আলোড়ন তৈরি করে। নেতৃত্বদেরকে কাছে পেয়ে সাধারণ মানুষ নানান অভাব অভিযোগ তুলে ধরে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।


উপস্থিত ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক তথা সি পি আই(এম) জেলা সম্পাদক অনন্ত রায়, ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর, সি পি আই (এম) জেলা সম্পাদকমন্ডলীর সদস্য মহানন্দ সাহা, তারাপদ বর্মন, প্রবীর পাল, জেলা কমিটি সদস্য শুভ্রালোক দাস, এন্দাদুল হক, প্রাক্তন সাংসদ নৃপেন রায়, ফরওয়ার্ড ব্লক জেলা নেতা আজগার আলী ব্যাপার ও আব্দুর রউফ প্রমুখ।