পবিত্র ঈদ - উল - ফিতর উপলক্ষে নতুন বস্ত্র বিতরণ কর্মসূচি
অনুষ্ঠিত হলো মৈত্রীর বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনায় পবিত্র ঈদ - উল - ফিতর উপলক্ষে নতুন বস্ত্র বিতরণ কর্মসূচি। প্রায় 130 এর বেশি বিশেষ চাহিদা সম্পূর্ণ প্রাপ্ত বয়স্ক মহিলাদের শাড়ি, পুরুষদের লুঙ্গি, ছোটো বাচ্চাদের পোশাক তারা দিয়েছেন।
তুফানগঞ্জ এর উত্তর ধলপল, পুঁটিমারী, মিয়াপাড়া, তুফানগঞ্জ রেল স্টেশন, দ্বীপরপার, আলিপুরদুয়ার বীরপাড়া, খারিজা ফুলেশ্বরী, দেউরহাট বাজার, দেওয়ানহাট নাককাটি বাজার সংলগ্ন এলাকা অর্থাৎ কোচবিহার জেলা এবং আলিপুর জেলার বিভিন্ন গ্রামে তারা তাঁদের এই পরিষেবাকে পৌঁছে দিয়েছেন।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কর্ণধার সোহিনী বর্মন দেবনাথ, সভাপতি মুস্তাফা মিঞা, সঞ্জয় দেবনাথ প্রমুখ। তারা জানান যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সকল শ্রেণী মানুষদের উচিত সব সময় বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষদের সহযোগিতা করা এর পাশাপাশি তারা আরও জানিয়েছে ভবিষ্যতে এই কর্মসূচিকে আরও সক্রিয় ভাবে এগিয়ে নিয়ে যাবে।
সব শেষে তারা ধন্যবাদ জানিয়েছেন ও সুস্থতা কামনা করেছেন সেই সমস্ত মানুষদের যারা আর্থিক ভাবে বা নতুন বস্ত্র দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন।
0 মন্তব্যসমূহ
thanks