Latest News

6/recent/ticker-posts

Ad Code

টান টান উত্তেজনা, ইডেনে ১ রানে ব্যাঙ্গালোরকে হারালো কলকাতা

টান টান উত্তেজনা, ইডেনে ১ রানে ব্যাঙ্গালোরকে হারালো কলকাতা

KKR


আজ ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর সেই ম্যাচে প্রথম ব্যাট করতে নামে কলকাতা। ব্যাট করতে নামতেই আজকে সল্ট ঝড়ের সাক্ষী থাকলো ইডেন। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২২ রান তোলে কলকাতা। সল্টের অবদান ৪৮, শ্রেয়স ৫০, রিঙ্কু ২৪, রমনদীপ ২৪, রাসেল ২৭।

জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২২১ রান তুলতে সক্ষম হয় আরসিবি। তবে এদিন কোহলি আর প্লেসির ঝড় দেখা গেল না। ম্যাচকে টানলো জ্যাকস আর পতিদার। জ্যাকস ৫৫, পতিদার ৫২, কার্তিক ২৫, প্রভুদেশাই ২৪।

এই ম্যাচের সবথেকে বড় ঘটনা। হর্ষিত রানার বলে আউট হন বিরাট কোহলি। এই আউট নিয়ে বিতর্ক তৈরি হলেও সাজঘরে ফিরতে হয় কিং কোহলিকে। এই সময়ে সাত বলে একটি চার ও ২টি ছক্কা মেরে ১৮ রান করেছিলেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code