রেলযাত্রীদের জন্য বড় খবর, উত্তরবঙ্গ এক্সপ্রেস এবার আরও সুরক্ষিত
সম্রাট দাস, সংবাদ একলব্য:
শিয়ালদা থেকে বামনহাট পর্যন্ত যাতায়াতকারী রেলযাত্রীদের জন্য বড় খবর। দীর্ঘদিনের দাবী এবার পূরণ হতে চলেছে। এতোদিন যে উত্তরবঙ্গ এক্সপ্রেসে ICF Rake ব্যবহার করা হতো সেখানে আগামী ৫ মে থেকে LHB Rake ব্যবহার করা হবে।
LHB কোচগুলি পুরানো ICF কোচের চেয়ে নিরাপদ হওয়ার জন্য ডিজাইন করা হয়েছে৷ LHB-র একটি ভাল সাসপেনশন সিস্টেম, অ্যান্টি-ক্লাইম্বিং বৈশিষ্ট্য এবং উন্নত ব্রেকিং কর্মক্ষমতা রয়েছে। যার ফলে দুর্ঘটনার প্রতি আরও প্রতিরোধী এবং লাইনচ্যুত হওয়ার ঝুঁকি কম করে।

তবে কোচের সংখ্যা আগের তুলনায় ১ টি কম হয়ে দাঁড়াবে ১৭। তবে LHB এর মত উন্নত কোচ যাত্রী সুরক্ষার ক্ষেত্রে অপরিহার্য ছিল। যার দাবী কোচবিহার-দিনহাটা রেলযাত্রী ঐক্য মঞ্চ থেকে করা হয়েছিলো।
কোচবিহার-দিনহাটা রেলযাত্রী অ্যাসোসিয়েশন এর আহ্বায়ক রাজা ঘোষ জানিয়েছেন- "পূর্ব রেলের তরফে 23 তারিখের সরকারি বিজ্ঞপ্তিকে স্বাগত জানাই এবং কেন্দ্রীয় রেল মন্ত্রী ও রেল মন্ত্রককে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই সকলকে যারা বিভিন্ন ভাবে আমাদের সাথে এই লড়াইয়ে থেকেছে। আমরা প্রথম বার ২রা এপ্রিল, ২০২৩ এ এই দাবি ডি. আর. এম., আলিপুরদুয়ার কে লিখিত ভাবে জানাই। জার্মান প্রযুক্তির মিশেল বিশিষ্ট এই কোচে যাত্রী নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য উভয়েই বৃদ্ধি পাবে। তবে মোট কোচের সংখ্যা ১ টি হ্রাস পাচ্ছে, এটা চিন্তার বিষয়। কোভিড পরবর্তীতে উত্তর বঙ্গ এক্সপ্রেসে ১ টি স্লীপার কোচ কমানো হয়েছিল সেটা আর ফিরিয়ে দেওয়া হয় নি। পুনরায় স্লীপার কোচ যাতে কমানো না হয় ও ১ টি স্লীপার কোচ ফিরিয়ে দেওয়া হয় এই দাবিও রাখছি।"
1 মন্তব্যসমূহ
খুব ভালো খবর
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊