প্রধানের শিল জাল, অবৈধ সাইবার ক্যাফে হানা বিডিও-র

BDO


নানুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং নানুর থানার পুলিশের অভিযান এবার অনলাইন সেন্টারে আর তাতেই ধরা পড়লো ওই সেন্টারটি সম্পূর্ণরূপে অবৈধ । এমনকি নানুর থানার বড়া গ্রামের ওই ফেক অনলাইন সেন্টারের অভিযানের ফলস্বরূপ চাঞ্চল্যকর তথ্য এবার প্রকাশ্যে ।

জানা যায়, বিভিন্ন ধরনের ভুয়ো সার্টিফিকেট এমনকি নকল ভোটার, আধার, প্যান কার্ডও তৈরি করে দেওয়া হচ্ছিল অবলীলায়। এমনকি বড়া - সাওতা গ্রামপঞ্চায়েত প্রধানের শিল স্ট্যাম্প ও সই নকল করেও নথি তৈরি হচ্ছিল বলেও দাবি সূত্রের ।

নানুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ সিংহরায় বলেন, "এক মহিলার ভোটার কার্ড সংক্রান্ত আবেদনের সঙ্গে দেওয়া নথি পরীক্ষা করতে গিয়ে বিষয়টি সামনে আসে ।" ওই ফেক অনলাইন সেন্টারটির ট্রেড লাইসেন্স আছে অশোককুমার কর্মকারের নামে। যদিও এই কাণ্ডের মূল মাথা তার ছেলে সৌম্যদীপ কর্মকার । পুলিশ অশোককুমার কর্মকারকে আটক করেছে বলে জানা গেছে । খোঁজ চালানো হচ্ছে মূল অভিযুক্তের ।