IPL: রাজস্থান রয়্যালস নিজেরাই ছুঁল নিজেদের রেকর্ড!

Rajsthan royals


কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতার বিরুদ্ধে ২২৪ রান তাড়া করে জয় ছিনিয়ে নিল রাজস্থান রয়্যালস। আর তাতেই নিজেদের রেকর্ড নিজেরাই ছুঁয়ে ফেললো রাজস্থান রয়্যালস। চার বছর আগে ২০২০-তে শারজায় নির্ধারিত ২০ ওভারে দু'উইকেটে ২২৩ রান তুলেছিল কিংস ইলেভন পঞ্জাব। তিন বল বাকি থাকতেই ছয় উইকেটে ২২৬ রান তুলে জিতে গিয়েছিল রাজস্থান।



সর্বোচ্চ রান তাড়া করে জয়ের তালিকায় দুই নম্বরে আছে মুম্বই ইন্ডিয়ান্স। ২০২১ সালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২১৯ রান তাড়া করে জিতেছিল মুম্বাই। চারেও আছে রাজস্থান। ২০০৮ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২১৫ রান তাড়া করে জিতেছিল রাজস্থান। এক বল বাকি থাকতেই জিতে গিয়েছিল। যুগ্মভাবে চার নম্বরে আছে সানরাইজার্স হায়দরাবাদ। ২০২৩ সালে রাজস্থানের বিরুদ্ধে ২১৫ রান তাড়া করে জিতেছিল।



২০২৪-র আইপিএলে এই মুহূর্তে সাতটি ম্যাচ খেলে পাঁচটি ম্যাচে জয় দিয়ে রাজস্থানের ঝুলিতে আছে ১২ পয়েন্ট। ছয় ম্যাচের শেষে দ্বিতীয় স্থানে আছে কেকেআর। রয়েছে আট পয়েন্ট। সমসংখ্যক ম্যাচ খেলে এবং সমসংখ্যক পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বরে আছে চেন্নাই সুপার কিংস।