এবার জঙ্গিদের নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায়?


Abhishek Banerjee

চলছে লোকসভা ভোট। সারা রাজ্যে ছুটে বেড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের প্রধান সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই অভিষেকের উপর এক দাগী দুষ্কৃতীর নজর রাখার দাবি করলো কলকাতা পুলিশ। আর এই দাবিতে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

মুম্বই হামলার চক্রী ডেভিড কোলেম্যানকে সাহায্য করার অভিযোগ অভিযুক্ত রাজারাম রেগেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। সেই রাজারাম রেগের বিরুদ্ধে কলকাতা পুলিশের দাবি দুদিন ধরে নজর রাখছিল রাজারাম রেগে। কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মার নাকি দাবি তদন্তে জানা গিয়েছে, মুম্বই থেকে একজন লোক এখানে এসে থেকেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ব্যক্তি রাজারাম রেগে।

আরো দাবি গত ১৮ ও ১৯ এপ্রিল কলকাতাতেই ছিল রাজারাম রেগে। এমনকি অভিষেকের পিএকে ফোন করে রাজনৈতিক বিষয়ে আলোচনার সময় চেয়েছে। অভিষেককেও ফোন করার চেষ্টা করেছে বলে খবর। মুম্বই থেকে অভিযুক্ত রাজারাম রেগেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। রাজারাম রেগে মুম্বই থেকে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রেকে করার চেষ্টা করছিল বলে দাবি কলকাতা পুলিশের। বিষয়টি নিয়ে কলকাতা পুলিশ তদন্ত চালাচ্ছে বলে খবর।