Latest News

6/recent/ticker-posts

Ad Code

Udayan Guha: ১০ দিনের মধ্যে ৫ কোটি টাকা চেয়ে উদয়ন গুহকে চিঠি, চাঞ্চল্য

১০ দিনের মধ্যে ৫ কোটি টাকা চেয়ে উদয়ন গুহকে চিঠি, চাঞ্চল্য

udayan guha



ভোটের (Lok Sabha Elections 2024) মাঝে ৫ কোটি টাকা চেয়ে উদয়ন গুহকে (Udayan Guha) 'চিঠি’। বুধবার সকালে নিজেই সোশাল মিডিয়ায় চিঠির ছবি পোস্ট করেন রাজ্যের মন্ত্রী উদয়ন (Udayan Guha)। সেখানে স্পষ্টভাবে ১০ দিনের মধ্যে ৫ কোটি টাকা দেওয়ার কথা বলা হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই ব্যাপক শোরগোল রাজনৈতিক মহলে।


আজ সকালে উদয়ন গুহ (Udayan Guha) তার ফেসবুকে পোস্ট করেছেন সেই চিঠির ছবি। সাথে লিখেছেন- "সকালে ঘুম থেকে উঠেই পেলাম হালখাতার চিঠি। কোনও এক কোচ আর্মির একাউন্ট থেকে এই চিঠিটি হোয়াটস অ্যাপে পাঠিয়ে ওদের স্বাধীনতা আন্দোলনের জন্য ১০ দিনের মধ্যে মাত্র ৫ কোটি টাকা চাওয়া হয়েছে।"


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code