থ্যালাসেমিয়া সচেতনতা কর্মশালা

thalassemia


মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শ্রীপৎ সিং কলেজে অনুষ্ঠিত হল থ্যালাসেমিয়া সচেতনতা ও শনাক্ত করণ শিবির। শুক্রবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং শ্রীপৎ সিং কলেজের অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ কমিটি, জাতীয় সেবা প্রকল্পর যৌথ উদ্যোগে সম্পন্ন হল এই শিবির।



এদিনের এই শিবিরে ২১৭ জন কলেজ পড়ুয়া ও ৭ জন অধ্যাপক অধ্যাপিকা রক্ত পরীক্ষা করায়। মারন থ্যালাসেমিয়া আটকাতে কী করতে হবে, তা নিয়ে আলোচনা করেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের থ্যালাসেমিয়া বিষয়ক কাউন্সিলর পরিতোষ বড়াল, মহম্মদ হেলাউদ্দিন শেখ ও পলাশ হাজরা।



এদিনের এই ক্যাম্পে কলেজের তরফে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. কমল কৃষ্ণ সরকার, ড. সাগর শিমলান্দী, ড. অমল মোদক, ড. শিবু পাল ও অন্যান্য অধ্যাপক ও অধ্যাপিকা বৃন্দ।