এশিয়া কাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান, কবে ২২গজে লড়াই?
আগামী ১৯ জুলাই, ২০২৪ শুরু হবে মহিলাদের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। আর সেই টুর্নামেন্টের আসর বসছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাতে। এবছর মেয়েদের এশিয়া কাপে মোট ৮টি দল অংশ নেবে। গতবার ৭টি দল নিয়ে আয়োজিত হয়েছিল টুর্নামেন্ট।
সূচি ঘোষনা হতেই ক্রীড়াপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে টুর্নামেন্টে অংশ নেবে আমিরশাহি, থাইল্যান্ড, নেপাল ও মালয়েশিয়া। এ-গ্রুপ: ভারত, পাকিস্তান, নেপাল ও আমিরশাহি।বি-গ্রুপ: শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালয়েশিয়া ও থাইল্যান্ড। প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য তিনটি দলের বিরুদ্ধে ১টি করে ম্যাচে মাঠে নামবে। তার পরেই খেলা হবে সেমিফাইনাল ও ফাইনাল।
এবারের মহিলা এশিয়া কাপে একই গ্রুপে ভারত ও পাকিস্তান। ফলে উপমহাদেশীয় ক্রিকেটপ্রেমীরা লড়াই দেখতে মুখিয়ে। ২১ জুলাই খেলা হবে টুর্নামেন্টের হাই-ভোল্টেজ ভারত-পাক লিগ ম্যাচ।
উইমেন্স এশিয়া কাপ ২০২৪-এর সূচি:-
১. পাকিস্তান বনাম নেপাল- ১৯ জুলাই।
২. ভারত বনাম আমিরশাহি- ১৯ জুলাই।
৩. মালয়েশিয়া বনাম থাইল্যান্ড- ২০ জুলাই।
৪. শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ- ২০ জুলাই।
৫. নেপাল বনাম আমিরশাহি- ২১ জুলাই।
৬. ভারত বনাম পাকিস্তান- ২১ জুলাই।
৭. শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া- ২২ জুলাই।
৮. বাংলাদেশ বনাম থাইল্যান্ড- ২২ জুলাই।
৯. পাকিস্তান বনাম আমিরশাহি- ২৩ জুলাই।
১০. ভারত বনাম নেপাল- ২৩ জুলাই।
১১. বাংলাদেশ বনাম মালয়েশিয়া- ২৪ জুলাই।
১২. শ্রীলঙ্কা বনাম থাইল্যান্ড- ২৪ জুলাই।
১৩. প্রথম সেমিফাইনাল- ২৬ জুলাই।
১৪. দ্বিতীয় সেমিফাইনাল- ২৬ জুলাই।
১৫. ফাইনাল- ২৮ জুলাই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊