West Bengal Panchayat Recruitment Registration

West Bengal Panchayat Recruitment Registration



সম্প্রতি জানা গিয়েছে পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েত দপ্তরে ৬৬৫২ শূন্যপদে নিয়োগ করতে চলেছে। একাধিক বিভাগে একাধিক শূন্যপদে নিয়োগের জেলা ভিত্তিক শূন্যপদ প্রকাশিত হয়েছে। তবে শুরু হয়নি আবেদন গ্রহন। জানা গেছে, আপাতত পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমে চলছে নিবন্ধীকরণ (Registration)। শূন্যপদ গুলি পূরণের জন্য জেলা দপ্তর প্রক্রিয়া শুরু করবে এই রেজিস্ট্রেশনের পর।



কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

রাজ্য পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের অফিশিয়াল ওয়েবসাইট https://www.prd.wb.gov.in/ -এ সর্ব প্রথম ভিজিট করতে হবে।

এরপর আপনাকে Panchayat Recruitment বিভাগে প্রবেশ করতে হবে।

এরপর Please Go To Register Now and create your profile এ ক্লিক করলে একটি নতুন উইন্ডো খুলবে।

নাম, মোবাইল নং, ইমেইল আইডি, বাবার নাম ইত্যাদি তথ্য দিয়ে সাবমিট করলে আপনার প্রোফাইল তৈরি হয়ে যাবে।

এরপর প্রোফাইলটি ওপেন করতে অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।

এরপর একে একে বিভিন্ন কলাম এডিট করে পুরণ করতে হবে। ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।আইডি সংক্রান্ত যাবতীয় তথ্য, যোগ্যতা ও অন্যান তথ্য দিতে হবে।

যোগ্যতার প্রমাণ, জাতিগত সংশাপত্র, আইডেন্টিটি প্রুফ আপলোড করে আপডেট করতে হবে।