Miss World 2024: ৭১ তম মিস ওয়ার্ল্ডের খেতাব জয় চেক রিপাবলিকের ক্রিস্টিনা পিসকোভার
2024-এর মিস ওয়ার্ল্ডের খেতাব জয় চেক রিপাবলিকের ক্রিস্টিনা পিসকোভার। ১১৫ টি দেশের প্রতিযোগীদের নিয়ে এবছর মিস ওয়ার্ল্ড আয়োজিত হয় ভারতে। সেখানে গতবারের বিজয়ী করলিনা বিয়েলস্কা এবারের বিজয়ী ক্রিস্টিনা পিসকোভাকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন। 71 তম খেতাব জয় ক্রিস্টিনার।
ক্রিস্টিনা পিসকোভা চেক রিপাবলিকের বাসিন্দা। তাঁর বয়স মাত্র ২৫। ১৯৯৯ সালের ১৯ জানুয়ারি জন্ম হয়েছে তাঁর। তিনি পেশায় একজন মডেল। এর আগে তিনি মিস চেক রিপাবলিকের খেতাব জয় করেছেন।
২৮ বছর পর আবার ভারতে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। আর সেই প্রতিযোগিতায় আটেই ছিটকে গেল ভারত। এবারের মিস ইন্ডিয়া বিজয়ী সিনি শেট্টি মিস ওয়ার্ল্ডের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। বয়স ২২।
১৯৬৬ সালে প্রথমবারের জন্য কোনও ভারতীয় এই খেতাব অর্জন করেন। আর তিনি হলেন রেইতা ফারিয়া পোয়েল। তারপর ১৯৯৪ সালে ঐশ্বর্য রাই বচ্চন মিস ওয়ার্ল্ডের খেতাব জয় করেন। তারপর ১৯৯৭ সালে ডায়না হেডেন এই খেতাব পান। উল্লেখ্য ৭০ তম অর্থাৎ শেষ মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছিলেন পোল্যান্ডের কারোলিনা বিয়েলস্কা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊