WBPSC: পিএসসি-র মাধ্যমে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত
রাজ্য সরকারের অধীনে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন টেকনিক্যাল অফিসার (টেক্সটাইলস) বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজ্য সরকারের মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ় টেক্সটাইলসের ২৭টই শূন্যপদ পূরণ করতে এই নিয়োগ প্রক্রিয়া চালু করেছে পিএসসি।
যোগ্যতা:
আবেদনের জন্য ১ জানুয়ারি ’২৪ অনুযায়ী প্রার্থীর বয়স ৩৬ বছরের মধ্যে থাকতে হবে।
আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হ্যান্ডলুম/ টেক্সটাইলস টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকতে হবে।
ডিগ্রি থাকলে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন এবং ডিপ্লোমা থাকলে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে।
আবেদনপত্র জমা দেওয়া যাবে ১২ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন ও বিস্তারিত জানতে পারবেন। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩৫,৮০০ টাকা থেকে ৯২,১০০ টাকার মধ্যে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊