স্থানীয় মন্দিরে পূজা দিয়ে ২০২৪ লোকসভা নির্বাচনের মহারণে নামলেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়

Anirban Ganguly




স্থানীয় মন্দিরে পূজা দিয়ে ২০২৪ লোকসভা নির্বাচনের মহারণে নেমে পড়লেন যাদবপুর পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়।



আসন্ন লোকসভা ভোটকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মোট ৪২ টি সিটের মধ্যে ২০ টি সিটের নাম ঘোষণা করা হয় বিজেপির দিল্লি মুখ্য দপ্তর থেকে। আর সেই ঘোষণায় দক্ষিণ ২৪ পরগনা জেলার ৪টি লোকসভা কেন্দ্রের মধ্যে ২টিতে বিজেপির প্রার্থী ঘোষণা হয়েছে, যাদবপুর পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার অনির্বাণ গঙ্গোপাধ্যায়।



স্থানীয় কোয়া বেরিয়া শিব মন্দিরে পূজা দিয়ে উদ্দীপনার মধ্যেই সমর্থকদের সঙ্গে নিয়ে দেয়ালের পদ্মফুল অংকন করে লোকসভা যুদ্ধে নেমে পড়লেন তিনি। গতবারই তৃণমূলে মিমি চক্রবর্তী জিতেছিল প্রায় ৩ লক্ষের বেশি ভোটে,তখন বিজেপির প্রার্থী ছিলেন অনুপম হাজরা। সেই ভোট রিকোভারি করে জেতার ব্যাপারে আশাবাদী বিজেপি প্রার্থী।



সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালী নিয়ে মুখ খোলেন, আরামবাগে প্রধানমন্ত্রী এসে সন্দেশখালি বিষয়ে বলার পরেই বাধ্য হয়ে পুলিশ গ্রেফতার করেছে শাজাহানকে, মাতৃশক্তির সুরক্ষা করা প্রয়োজনের ইস্যু নিয়ে তিনি নির্বাচনী প্রচার শুরু করলেন।