WB Gram Panchayat Recruitment: ৬৬৫২ শূন্যপদে নিয়োগ করছে রাজ্য সরকার, জানুন বিস্তারিত
![]() |
Job Notification |
Job Update
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রক একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা জুড়ে গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিতে হবে এই নিয়োগ। জানা গিয়েছে মোট ৬৬৫২টি শূন্যপদে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
পদের বিবরণ:
এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি
অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেটিকস অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিওন
গ্রুপ ডি- লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার
অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট
ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট
সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিকাল বা সিভিল)
পরিষদ পাবলিক হেলথ অফিসার, সিস্টেম ম্যানেজার
কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট
জেলাভিত্তিক শূন্যপদ:
কোচবিহার – ১৫১
দক্ষিণ দিনাজপুর- ৩৩১
দার্জিলিং- ৫৩৯
হুগলি – ১০৪
হাওড়া- ১০৩
জলপাইগুড়ি- ১৫১
ঝাড়গ্রাম- ২০০
কালিম্পং – ১৫১
মালদা- ১০২
মুর্শিদাবাদ – ১৩৩
নদিয়া – ৪৮৬
উত্তর ২৪ পরগণা – ৩৭৯
পশ্চিম বর্ধমান – ৪৮৫
পশ্চিম মেদিনীপুর – ৯৭
পূর্ব বর্ধমান – ২৩৮
পুর্ব মেদিনীপুর – ২৩৮
পুরুলিয়া – ৩১১
দক্ষিণ ২৪ পরগণা- ৪৮৪
উত্তর দিনাজপুর – ২০০
শিলিগুড়ি মহকুমা – ২৫
বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইট www.prd.wb.gov.in -এ গিয়ে ভিজিট করুন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊