Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটায় এসে মন্ত্রী উদয়ন গুহকে বেনজির আক্রমণ শঙ্কু দেবের

দিনহাটায় এসে মন্ত্রী উদয়ন গুহকে বেনজির আক্রমণ শঙ্কু দেবের

shanku deb

দিনহাটা, সংবাদ একলব্য:

বিজেপির দলীয় প্রার্থী নিশিথ প্রামাণিকের সমর্থনে দিনহাটায় নির্বাচনী পথসভা করতে এসে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহকে বেনজির আক্রমণ করলেন রাজ্য বিজেপি মুখপাত্র শঙ্কু দেব পান্ডা।

এদিন বক্তব্য রাখতে গিয়ে শঙ্কু শুরুতেই উদয়ন পিতা কমল গুহকের শ্রদ্ধা জানিয়ে বলেন কমল গুহ উদয়ন গ্রহের জন্ম দিয়েছে ঠিকই কিন্তু তাকে মানুষ করতে পারেনি।

একই সাথে উদয়ন গুহ দিনহাটা সহ কোচবিহারকে বিহারের থেকেও বেশি ভয়ংকর বানাতে চাচ্ছেন বলে কটাক্ষ শঙ্কুর।

তৃণমূল কর্মী রতন বর্মনের খুনের কেস ভোটের পর খুঁজে বের করে সঠিক জায়গায় পৌঁছে দেবেন বলেও জানান শঙ্কুদেব পান্ডা।

এদিন তিনি আরো উপনির্বাচনে মন্ত্রী উদয়ন গুহের ১ লক্ষ ৬৪ হাজার ভোটে জেতাকেও কটাক্ষ করেন। একই সাথে প্রকাশ্যে পথসভা থেকে উদয়নের উদ্দেশ্যে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেন শঙ্কু।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code