রিয়ান পরাগ, খেললেন নিজের শততম T20, গড়লেন একাধিক নজির 

Riyan Parag


বৃহস্পতিবার জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২০২৪ আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমে নিজের শততম টি২০ ম্যাচটি খেলার সাথে সাথে একাধিক নজিরও গড়ে ফেললেন রিয়ান পরাগ। এদিন রিয়ানের বিধ্বংসী ইনিংসের হাত ধরে লড়াই করার মতো শক্তিশালী জায়গায় পৌঁছায় রাজস্থান রয়্যালস। ৪৫ বলে ঝোড়ো ৮৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন রিয়ান। তাঁর ইনিংস সাজানো ছিল ৭টি চার এবং ছ'টি ছক্কায়।



এদিন চার নম্বর ব্যাটার হিসেবে রাজস্থান রয়্যালসের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এদিন করেন রিয়ান পরাগ। ২০০৮ সালে কিংস ইলেভেন পঞ্জাবের (বর্তমান পঞ্জাব কিংস) বিরুদ্ধে চারে ব্যাট করতে নেমে ৪৯ বলে অপরাজিত ৭৬ করেছিলেন শেষ ওয়াটসন সেই রেকর্ড ভেঙে ফেলে রিয়ান পরাগ।



পাশাপাশি এদিন রিয়ান পরাগ সর্বকনিষ্ঠ ভারতীয় প্লেয়ার হিসেবে ১০০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার নজির গড়েছেন। ২২ বছর ১৩৯ দিন বয়সে তিনি এই নজির স্পর্শ করেছেন। ২২ বছর ১৫৭ দিনে ১০০ টি-২০ ম্যাচ খেলে এই নজির এতদিন সঞ্জু স্যামসনের দখলে। এজ সেই রেকর্ডও নিজের নামে লিখে ফেললেন রিয়ান পরাগ।