Lok Sabha Election 2024: পঞ্চায়েত ভোটে পিসরুমের পর এবার লোকসভায় পোর্টাল রাজভবনে

WB rajbhavan

পঞ্চায়েত নির্বাচনের সময় সকলের জন্য পিসরুম চালু করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এবার লোকসভা নির্বাচনের প্রাক্কালে পোর্টাল চালু করা হল রাজভবনে। লোকসভা ভোট সংক্রান্ত অভিযোগ শুনতে পোর্টাল চালু রাজভবনের। লোকসভা নির্বাচন সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে তার সরাসরি জানানো যাবে এই পোর্টালের মাধ্যমে।



লোকসভা ভোট নিয়ে কারোর কোনো অভিযোগ থাকলে তার জানানো যাবে এই পোর্টালে। ২৪ ঘণ্টাই খোলা থাকবে এই পোর্টাল। যে কোনও সমস্যা নিয়ে অভিযোগ জানানো যাবে। রাজ্যপালের তরফ থেকে যত সম্ভব দ্রুত তৎপরতা নেওয়া হবে বলে জানানো হয়েছে।



ভোটে হিংসা বরদাস্ত নয়, কড়া বার্তা রাজভবনের। ভোটের প্রথম দিন থেকে ময়দানে থাকব, ভ্রাম্যমান রাজভবন হিসেবে রাস্তায় ঘুরব', বার্তা রাজ্যপালের। ভোটের দিন সকাল ৬টা থেকে রাস্তায় থাকবেন, গতকাল রাজ্যপালের বার্তার পরই চালু পোর্টাল।