Latest News

6/recent/ticker-posts

Ad Code

PM-SURAJ national portal: মোদীর মাস্টারস্ট্রোক! সামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থানের দিশা দেখাতে নতুন উদ্যোগ

PM-SURAJ national portal: মোদীর মাস্টারস্ট্রোক! সামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থানের দিশা দেখাতে নতুন উদ্যোগ


Modi

সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে সামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থানের দিশা দেখাতে নতুন উদ্যোগ নিল প্রধান নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। একেবারে স্বল্প সুদে মূলত ব্যাঙ্ক, নন ব্যাঙ্কিং ফাইনান্স কোম্পানি, মাইক্রো ফাইনান্স ইনস্টিটিউশনের মাধ্যমে ঋণ দেওয়া হবে এই পোর্টালের মাধ্যমে।



PM-SURAJ national portal এর মাধ্যমে ১৫ লক্ষ টাকা পর্যন্ত ঋন মিলবে বলেই জানা গেছে। দেশের বহু বেকার যুবক-যুবতী বিভিন্ন ব্যবসা শুরু করতে পারবেন। স্টার্টআপে বিপ্লব আসবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে দেওয়া তথ্য অনুসারে, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষরাই লাভবান হবেন PM-SURAJ national portal এর মাধ্যমে।



PM-SURAJ national portal এর মাধ্যমে ব্যাংক, নন-ব্যাংকিং আর্থিক সংস্থা, মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান এবং অন্যান্য সংস্থার মাধ্যমে যোগ্য ব্যক্তিদের ঋণ দেওয়া হবে।

PM-SURAJ national portal: মোদীর মাস্টারস্ট্রোক! সামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থানের দিশা দেখাতে নতুন উদ্যোগ #today #todaynews

Posted by Sangbad Ekalavya on Wednesday, March 13, 2024

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code