কোনো রাজ্য চাইলেও আটকাতে পারবে না CAA: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ


Amit Shah, Home minister of india


লোকসভা নির্বাচনের প্রাক্কালে CAA কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার। আর তারপরেই দেশীয় রাজনীতিতে চলছে সিএএ নিয়ে আলোচনা। মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী সিএএ না করার পক্ষে সুর চড়িয়েছেন। তবে এবার সিএএ কার্যকর নিয়ে স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। কোনো রাজ্য চাইলেও সিএএ আটকাতে পারবে না বলেই জানিয়ে দিলেন অমিত শাহ।




সংবাদ সংস্থা ANI কে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, 'সিএএ প্রত্যাহারের কোনও প্রশ্নই নেই। রাজ্য সরকারের কোনও ক্ষমতা নেই সিএএ-কে আটকানোর। নাগরিকত্ব প্রদানের বিষয় সম্পূর্ণ কেন্দ্রর বিষয়, রাজ্যের কোনও ভূমিকা নেই।' পাশাপাশি অমিত শাহ দাবি করেন, 'এখন ভোটের জন্য বিরোধিতা হচ্ছে, কিন্তু পরে সবাই সমর্থন করবেন।'



সামনে লোকসভা নির্বাচন তার আগে সিএএ কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার। সিএএ -র ফলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টানরা বেআইনি অনুপ্রবেশকারীর দলে পড়বে না। তাঁদের নাগরিকত্ব দেবে ভারত। তবে সেই তালিকায় মুসলিম ছিল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ রাজ্যে লাঘু না করার কথা বারবার বলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন, এরাজ্যে CAA কার্যকর হতে তিনি দেবেন না। কিন্তু রাজ্যের এবিষয় ক্ষমতা কতটা? তা স্পষ্ট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।