মদনমোহন মন্দিরে পুজো দিয়ে আগামী ৫ বছরের যাত্রার শপথ নিশীথের 

Nishit Pramanik


কোচবিহার

উচ্ছ্বাস থেকে প্রথমেই মনে হচ্ছে জয় নিশ্চিত ভারতীয় জনতা পার্টির। সোমবার বিকেলে কোচবিহারে বিজেপির লোকসভা প্রার্থী নিশীথ প্রামানিক দিল্লী থেকে আকাশপথে হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে নেমে তারপর কনভয় করে কোচবিহারে প্রবেশ করলেন এদিন সন্ধ্যায়। তাকে স্বাগত জানাতে সোনাপুর থেকে শুরু করে কোচবিহার পর্যন্ত রাস্তার দুই পাশে কয়েক হাজার মানুষের ঢল নামে। শুধু তাই নয় একদিকে জয় শ্রীরাম ধ্বনী অপরদিকে আতশবাজি ফাটিয়ে তাকে স্বাগত জানালো গোটা কোচবিহারের বিজেপি সমর্থকরা। 



এদিন প্রথমেই তিনি কোচবিহার মদনমোহন বাড়িতে পুজো দেন এবং সেখান থেকেই পুনরায় আগামী পাঁচ বছরের যাত্রা শুরু করার শপথ গ্রহণ করে কাজ শুরু করার প্রতিজ্ঞাবদ্ধ হন। বলাই বাহুল্য এদিন দাস-বাদার্স চৌপথী মোড় থেকে বিশাল পদযাত্রা করে তিনি মদনমোহন বাড়িতে পৌঁছান। তাকে দেখার জন্য এবং তাঁর সঙ্গে ছবি তোলার জন্য মাতোয়ারা হয়ে ওঠে কোচবিহারের মানুষজন। 



উল্লেখ্য আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচন নিয়ে এমনিতেই টানটান উত্তেজনা। গোটা ভারতবর্ষে পাখির চোখ কোচবিহার এক নম্বর তপসিলী লোকসভা কেন্দ্র। আর এর মাঝেই কোচবিহারে প্রবেশ করলেন বিজেপির প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বিরোধীদের কটাক্ষ বিগত বছরগুলিতে তাকে সেই ভাবে কোচবিহারের মানুষ পায়নি, কিন্তু সার্বিক উন্নয়নের ক্ষেত্রে কোচবিহার কোন অংশে পিছিয়ে নেই দাবি করেন নিশীথ বাবু। 



তিনি বলেন এখানকার সাধারণ মানুষ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন। আজ থেকেই তার প্রচার যাত্রা শুরু বলেও জানান তিনি। কোচবিহারের ৯টি বিধানসভা কেন্দ্র ও তিনটি পৌরসভায় লাগাতার প্রচার করবেন তিনি বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।