তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যার বাড়িতে বোমাবাজি অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Dinhata news


দিনহাটা

বুড়িরহাট দুই নং গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যার বাড়িতে বোমাবাজি অভিযোগ বিজেপির বিরুদ্ধে। জানা গেছে, সোমবার সকাল ১১ টা নাগাদ তৃণমূলের ১২ নম্বর আসনের পঞ্চায়েত সমিতির সদস্যা, কৃষ্ণা কাবেরী বর্মনের স্বামী তথা বুড়িরহাট দুই নম্বর অঞ্চল তৃণমূলের সম্পাদক দীপক বর্মন অভিযোগ করেন গতকাল রাত আনুমানিক আড়াইটে নাগাদ আমাদের বাড়িতে ভয়ংকর বোমা বিস্ফোরণ হয়। বোমা বিস্ফোরণ এতটাই তীব্রতা ছিল যে লোহার গ্রীল বেঁকে গিয়েছে, জানালা ভেঙেছে সঙ্গে পাকা দেয়ালের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে পরিবারের কোনো সদস্যের ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। 



দীপক বাবু আরো অভিযোগ করে বলেন গতকাল আমাদের সংশ্লিষ্ট এই লাঙ্গুলিয়া 2 বুথে তৃণমূলের বুথ সম্মেলন ছিল। সেই সন্মেলনে সাধারণ মানুষের উপস্থিতি দেখে বিজেপি ভয় পেয়েছে। বিজেপির দালালরা ভয় পেয়েছে তৃণমূল নেতৃত্ব দীপককে। সেই কারণে তারা রাতের অন্ধকারে আমার বাড়িতে বোমা বিস্ফোরণ করে। তবে বোমা বিস্ফোরণ করিয়ে তৃণমূলকে ভয় দেখিয়ে লাভ নেই।



তবে তৃণমূল নেতৃত্বের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বিজেপির দিনহাটা দুই নম্বর মন্ডল সভাপতি প্রদীপ কুমার বর্মন। তিনি বলেন বোমাবাজি, সাধারণ মানুষের ঘরবাড়ি ভাঙ্গা এসব তৃণমূলের সংস্কৃতি। আমি যতটুকু শুনেছি যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সদস্যার বাড়িতে বোমাবাজি হয়। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগসূত্র নেই।