Loksabha Election: বিজেপির প্রথম দফার ২০ বনাম তৃণমূলের প্রার্থী, লড়াইয়ে কারা?

Loksabha Election


প্রথম দফায় ইতিমধ্যে বাংলার ২০টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি । আজ ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূলের তরফে রাজ্যের ৪২টি লোকসভা আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। আর সেই তালিকায় ছিল একাধিক চমক। ইউসুফ পাঠান থেকে রচনা, দেবাংশু থেকে জগদীশ বসুনিয়া। একাধিক নতুন মুখ নিয়ে এসেছে তৃণমূল। চলুন দেখে নেওয়া যাক তৃণমূল ও বিজেপির ঘোষিত ২০ আসনের প্রার্থীদের কার সাথে কার লড়াই: 



তৃণমূল ও বিজেপির প্রার্থী-

কেন্দ্র

তৃণমূল প্রার্থী 

বিজেপি প্রার্থী

কোচবিহার

জগদীশচন্দ্র বাসুনিয়া

নিশীথ প্রামাণিক

আলিপুরদুয়ার

প্রকাশ চিক বরাইক

মনোজ টিগ্গা

বালুরঘাট

বিপ্লব মিত্র

সুকান্ত মজুমদার

মালদা উত্তর

প্রসূন বন্দ্যোপাধ্যায়

খগেন মুর্মু

মালদা দক্ষিণ

শাহনওয়াজ আলি রেহান

শ্রীরূপা মিত্র চৌধুরী

বহরমপুর

ইউসুফ পাঠান

নির্মল সাহা

মুর্শিদাবাদ

আবু তাহের খান

গৌরিশঙ্কর ঘোষ

রানাঘাট

মুকুটমণি অধিকারী

জগন্নাথ সরকার

বনগাঁ

বিশ্বজিৎ দাস

শান্তনু ঠাকুর

বাঁকুড়া

অরূপ চক্রবর্তী 

সুভাষ সরকার

বিষ্ণুপুর

সুজাতা মণ্ডল

সৌমিত্র খাঁ

বোলপুর

অসিত মাল

প্রিয়া সাহা

কাঁথি

উত্তম বারিক

সৌমেন্দু অধিকারী

হুগলি

রচনা বন্দ্যোপাধ্যায়

লকেট চট্টোপাধ্যায়

পুরুলিয়া

শান্তিরাম মাহাতো

জ্যোতির্ময় সিংহ মাহাতো

যাদবপুর

সায়নী ঘোষ

অনির্বাণ গঙ্গোপাধ্যায়

জয়নগর

প্রতিমা মণ্ডল

অশোক কান্ডারি

ঘাটাল

দেব

হিরণ্ময় চট্টোপাধ্যায়

আসানসোল

শত্রুঘ্ন সিন্হা

সরে দাঁড়িয়েছেন পবন সিংহ

হাওড়া

প্রসূন বন্দ্যোপাধ্যায়

রথীন চক্রবর্তী