চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাত শিশুর মৃত্যু, উত্তেজনা এলাকাজুড়ে 



বীরভূম, বোলপুর:-

চিকিৎসার গাফিলতির অভিযোগে সদ্যোজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে বিরাট উত্তেজনা বীরভূমের বোলপুরে শান্তিনিকেতন রোডের উপর অনন্যা বেসরকারি হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ।




বীরভূমের বোলপুর পৌরসভার হাটতলার বাসিন্দা রুমা সাউ। গত ১৯ শে ফেব্রুয়ারি বোলপুরের শান্তিনিকেতন রোডের উপর অনন্যা বেসরকারি হাসপাতালে গর্ভবতী অবস্থায় ভর্তি হন। সেদিনই তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন।




রুমা সাউ ও তার পরিবারের অভিযোগ, পুত্র সন্তানের জন্ম হওয়ার পর থেকে শিশুটিকে পরিষ্কার পরিচ্ছন্নতা করানো থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা কিছুই হচ্ছিল না। শিশুটির দেহের বেশ কিছু অংশ সংক্রমনের ফলে লাল হয়ে যাচ্ছিল। বলা সত্ত্বেও কোন গুরুত্ব দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। দিন কয়েক পর ছুটিও দিয়ে দেয়।




হাটতলার বাসিন্দা গৃহবধূ বাড়ি ফিরে যাই। বাড়ি ফিরে শুরু হয় শিশুর শারীরিক স্বাস্থ্যর অবনতি। তড়িঘড়ি তারা বোলপুর সিয়ান সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। সদ্যজাত শিশুটির শারীরিক অবস্থার অবনতি দেখে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই নাকি শিশুটির মৃত্যু হয়েছে।




পরিবারের দাবি, বোলপুরে শান্তিনিকেতন রোডের উপর অনন্যা হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম থেকে যদি চিকিৎসা ঠিকঠাক করতো তাহলে আজ এই শিশুটির অকাল মৃত্যু হতো না।




এই অভিযোগে এদিন রুমা সাউ তার পরিবার হাসপাতালে যাই। হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে শুরু হয় বিক্ষোভ। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বচসা। বিরাট উত্তেজনার পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে বোলপুর থানার পুলিশ। পরিবারের দাবি হাসপাতাল কর্তৃপক্ষের শাস্তি হোক। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ তরফ থেকে কোন সদুত্তর দিতে পারেননি।