শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রমের নাট মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন জগদীশ বর্মা বসুনিয়া
শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রমের নাট মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন জগদীশ বর্মা বসুনিয়া। কোচবিহার লোকসভার দিনহাটা বিধানসভার নিগমনগর শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রমের নাট মন্দিরে এদিন পুজো দেন তিনি।
রবিবার সকালে শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের আওয়াজে তৃণমূলের প্রার্থীকে স্বাগত জানালেন তৃণমূল কর্মী সমর্থকরা । কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নিগমানন্দদেবের পুজো দিয়ে নিগমনগর বাজার এলাকায় নিজের সমর্থনে প্রচার অভিযান শুরু করলেন।
২০২৪-এর লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা কেন্দ্রে সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে প্রার্থী করেছে তৃণমূল। ব্রিগেডের জনগর্জন সভা থেকে তৃণমূলের প্রার্থী তালিকায় নাম ঘোষনা হতেই কর্মী সমর্থকদের মধ্যে উল্লাস দেখা যায়। উল্লেখ্য তিনবারের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এবার প্রথমবার লোকসভা নির্বাচনে লড়াইয়ে তিনি। অন্যদিকে কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক। কংগ্রেসের তরফে প্রার্থী ঘোষনা করা হয়নি এখনও আবার অন্যদিকে বামেদের তরফে প্রার্থী করা হয়েছে নীতিশচন্দ্র রায়কে। শেষ হাসি কে হাসবে তার রায় জনতা দেবে ১৯শএ এপ্রিল আর আমরা জানবো ৪ই জুন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊