IPL Point Table: এই মুহূর্তে কোন দল কোথায় আইপিএলের পয়েন্ট টেবিলে?

IPL Point Table


চলছে আইপিএল ২০২৪। ইতিমধ্যে লিগ পর্বের ১১টা ম্যাচ খেলা হয়ে গিয়েছে। প্রত্যেকটি দলই টাইটেল জিততে মরিয়া চেষ্টা চালাবে এটাই স্বাভাবিক। লিগ পর্ব এই মুহূর্তে কোন দল কোথায় দাড়িয়ে তার জন্য একমাত্র ভরসা পয়েন্ট টেবিল।



এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে চেন্নাই সুপার কিংস। দুটি ম্যাচ খেলে দুটিতেই জয়ী হয়েছে সিএসকে। পয়েন্ট ৪। কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসও দুটি করে ম্যাচ জিতে চার পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। সিএসকে, কেকেআর ও আরআর দুটি করে ম্যাচ জিতে চার পয়েন্ট সংগ্রহ করলেও নেট রানরেটে এগিয়ে চেন্নাই তাই শীর্ষে চেন্নাই। এরপর দ্বিতীয় ও তৃতীয়তে কলকাতা ও রাজস্থান।



দুটি করে ম্যাচ খেলে একটিতে করে জয়ী হয়ে দুই পয়েন্ট নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও লখনৌ সুপার জায়েন্ট। নেট রানরেটের বিচারে দুই স্থান দখল করেছে দুই দলই। আবার তিনটি ম্যাচ খেলে একটিতে জয়ী হয়ে ষষ্ট ও সপ্তম স্থানে পাঞ্জাব কিংস ও রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুটি ম্যাচ খেলে একটিতে জয়ী হয়ে অষ্টম স্থানে গুজরাট টাইটানস। দিল্লী ও মুম্বাই দুটি করে ম্যাচ খেললেও একটিতে জয় লাভ করতে না পারায় শূন্য পয়এন্ট নিয়ে নবম ও দশম স্থানে রয়েছে।



আইপিএল পয়েন্ট টেবিল দেখে নিশ্চয় এটা স্পষ্ট শুধু জয় দিয়ে পয়েন্টই নয় নেট রানরেটেও একটা বিশেষ গুরুত্ব রয়েছে। নেট রানরেটের পিছিয়ে গেলে পয়এন্ট টেবিলের স্থানেও পিছিয়ে পড়তে হবে দলগুলোকে।