Latest News

6/recent/ticker-posts

Ad Code

IPL 2024 KKR vs SRH: আজ ঘরের মাঠে যাত্রা শুরু কলকাতার, কখন কোথায় দেখবেন ম্যাচ?

আজ ঘরের মাঠে যাত্রা শুরু কলকাতার, কখন কোথায় দেখবেন ম্যাচ? 


Gambhir



আজ টুর্নামেন্টের দ্বিতীয় দিনই মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ(Sunrisers Hyderabad)।



KKR Vs SRH IPL 2024 Match 3 এম এ চিদাম্বরম স্টেডিয়ামে চিপকে সন্ধ্যা ৭টা ৩০-এ শুরু হবে। ভারতে Star Sports Network এ দেখা যাবে লাইভ ম্যাচ। এর পাশাপাশি লাইভ স্ট্রিমিং দেখা যাবে JioCinema এর অ্যাপ ও ওয়েবসাইটে।



গতকালই চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে আইপিএলের (IPL 2024) ১৭তম সংস্করণ শুরু হয়ে গিয়েছে। আজ টুর্নামেন্টের দ্বিতীয় দিনই মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।



২০১৪ সালে শেষবার আইপিএলের ট্রফি হাতে তোলে কলকাতা নাইট রাইডার্স। এক দশক হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়র লিগের খেতাব জেতেনি কেকেআর। যে অধিনায়কের হাত ধরে কলকাতা একজোড়া আইপিএল ট্রফি জিতেছে কলকাতা এবার সে ফিরেছে কলকাতায় তবে নতুন ভূমিকায়। গৌতম গম্ভীরের মেন্টর হয়ে নাইট শিবিরে ফিরেছেন । আপাতত ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৪-এ নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বাধা টপকানোই হবে কেকেআরের প্রধান চ্যালেঞ্জ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code