Latest News

6/recent/ticker-posts

Ad Code

'খেলা সবে শুরু আর ফার্স্ট বলেই ছক্কা', বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ

'খেলা সবে শুরু আর ফার্স্ট বলেই ছক্কা', বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ 

Dilip Ghosh


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

শেষ পর্যন্ত বিজেপি দিলীপ ঘোষকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করল। বিদায়ী সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে যে ফের আর এই কেন্দ্রে প্রার্থী করা হবে না, তা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তবে এই আসনে অগ্নিমিত্রা পালের দাঁড়ানোর সম্ভাবনার কথাও শোনা গিয়েছিল। তাঁর নামে দুর্গাপুরের এম এম সি টাউনশিপের স্বপ্না মার্কেট, বি-ওয়ান মোড়ে দেওয়াল লিখনও হয়েছিল। যদিও দলীয় নেতৃত্বের নির্দেশে দ্রুত তাঁর নাম মুছে দেন। শেষ পর্যন্ত রবিবার সন্ধ্যায় দিলীপ ঘোষের নাম ঘোষণা করা হল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে। 



দিলীপ ঘোষের নাম ঘোষণা হতেই উচ্ছাসে মেতে ওঠে দলীয় কর্মী সমর্থকেরা। রবিবার সন্ধ্যায় নাম ঘোষণা হতেই দেওয়াল লিখতে ময়দানে নামেন বিজেপি। সোমবার বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে এসে পৌঁছান দিলীপ ঘোষ।পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনে পর কর্মীদের সাথে আলাপ আলোচনা করে দূর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন।



বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে পৌঁছে কর্মী সমর্থকদের উজ্জীবিত করার পাশাপাশি সকলের সাথে দোল পূর্ণিমার শুভেচ্ছা বিনিময় করেন, পাশাপাশি সাংবাদিক বৈঠকের মাধ্যমে সোমবারের বর্ধমানে কর্মসূচি সমাপ্ত করেন দিলীপ। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তা, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোড়ুই সহ বিজেপির আরও অন্যান্য নেতা কর্মীরা।



সোমবার সাংবাদিক সম্মেলন থেকে প্রার্থী দিলীপ ঘোষ বলেন, "বর্ধমান জেগে আছে ঘুমিয়ে পড়েনি আজ আবারো প্রমাণ পেলাম। এখানকার কর্মীরা বহু সংঘর্ষের সাক্ষী বহু অত্যাচার সহ্য করেও ঝাণ্ডা উঁচু করে আছে। আজকে থেকে আবারো নতুনভাবে ময়দানে নামলো তারা।



তিনি আরও বলেন, আমার বিপরীতে কোন প্রার্থী আছে আমি দেখি না আমি কাজ করে দেখাই। মেদিনীপুরে আমার হাতে তৈরি টিম ছিল এখানে টিম যাই হোক পিচ যেমনই হোক ব্যাটসম্যান আমি। আমি জেতার জন্য লড়াই করি"। খেলা সবে শুরু আর ফার্স্ট বলেই ছক্কা বলেও দাবি করেন দিলীপ ঘোষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code