ওকড়াবাড়ির ভস্মীভূত বাড়ির সদস্যদের হাতে নতুন বস্ত্র তুলে দিলো দায়বদ্ধ ওয়েলফেয়ার সোসাইটি


okrabari


কথা দিয়ে কথা রাখলেন দিনহাটার সমাজসেবার সাথে যুক্ত সংস্থা দায়বদ্ধ ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। দিনহাটার ওকরাবাড়িতে কিছুদিন আগে আগুনে ভস্মীভূত হয়ে যায় দোকান সহ কয়েকটি বাড়ি। আগুনের করালগ্রাসে ছাই হয়ে যায় সবকিছু। সেই অবস্থায় বাড়ির সদস্যরা দিন কাটাচ্ছিলেন খোলা আকাশের নীচে। তাদের সাহায্যার্থে দায়বদ্ধ গ্রুপের সদস্যরা কিছু সংখ্যক টিন নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে কথা দিয়ে এসেছিলেন আবার তারা আসবেন। সেইমত আজ তারা বেশ কিছু নতুন বস্ত্র সহ পৌঁছে গিয়েছিলেন পরিবার গুলির কাছে। তাদের হাতে দলের সদস্যরা তুলে দিলেন ছোট ও বড়োদের পোশাক, লেপ, তোষক ইত্যাদি নিত্য প্রয়োজনীয় বস্ত্রাদি।

নিজেদের প্রয়োজনীয় পোশাক পেয়ে খুশি হয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। দ্বিতীয়বার তাদের পাশে দাঁড়ানোর জন্য সোসাইটির সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তারা। পাশাপাশি তাদের আবেদন আপনাদের দেখে আরো কেউ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে খুবই উপকৃত হব আমরা।

আজ সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অর্পিতা ভট্টাচার্য্য, বাবলি অধিকারী, আসাদুজ্জামান, মনোরঞ্জন বর্মন, হৃদয় রায়, সুজয় রায় ও সুতপা সাহা।