সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাই কোর্টের



Highcourt

সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাই কোর্টের। সন্দেশখালি কাণ্ডের তদন্তভার নিয়ে চলছিল আলোচনা, কার হাতে থাকবে তদন্তভার? প্রথম থেকেই ইডির দাবি ছিল, তদন্তভার দিতে হবে সিবিআইকে। টানাপোড়ন চলছিল। শেষমেষ ইডির দাবিতেই সাড়া দিল হাইকোর্ট। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার মধ্যে শেখ শাহজানকে সিবিআইয়ের তুলে দেওয়ার কথা জানিয়েছে হাইকোর্ট এমনটাই খবর।



আদালতের নির্দেশে সন্দেশখালির ‘বাঘ’ সেখ শাহজাহানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সিআইডি হেফাজতে ছিলেন তিনি। আজ দুপুরে বিজেপি যোগের কথা ঘোষণার পাশাপাশি সন্দেশখালি নিয়ে মুখ খোলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআইকে তদন্ত ভার দেওয়া উচিত বলেও জানান তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক চলাকালীনই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সন্দেশখালি মামলার তদন্তভার দেন সিবিআইকে। 


ন্যাজাট এবং বনগাঁ থানার মোট তিনটি তদন্তভারই সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটের মধ্যে শেখ শাহজাহানকে তুলে দিতে হবে সিবিআইয়ের হাতে এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।