Breaking News: প্রতীক্ষার অবসান! বেতন বৃদ্ধির ঘোষনা মুখ্যমন্ত্রীর
প্রতীক্ষার অবসান! আজ বুধবার সকাল সকাল ফেসবুক পোস্টে বেতন বৃদ্ধির ঘোষনা দিয়ে চমকে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে একটি ৪৯ সেকেন্ডের ভিডিও পোস্ট করে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধির ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন সকাল ১০টায় পোস্ট করা ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী জানান, আশাকর্মীদের বেতন ৭৫০ টাকা বৃদ্ধি করা হল। অঙ্গনওয়ারি কর্মীদের বেতন ৭৫০ টাকা ও আইসিডিএস কর্মীদের বেতন ৫০০ টাকা বাড়ানোর ঘোষনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি বলেন, আজ থেকে আমাদের গর্ব, সমাজের দিশা – আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হল। আমি আমৃত্যু এইভাবেই আপনাদের জন্য কাজ করে যাব। আপনারা ভালো থাকলেই, আমার ভালো থাকা।
লোকসভা নির্বাচনের আগে বড় ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী। যাতে উপকৃত হবেন বহু আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী। লোকসভা নির্বাচনের আগে এই বড় ঘোষনা এমন সময় তাৎপর্যপূর্ণভাবে এই সময়ই বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল ১০টা নাগাদই তাঁর গঙ্গার নিচ দিয়ে নয়া মেট্রো রুটের উদ্বোধনের কথা। সেই সময়টিকেই বিশেষ ঘোষণার জন্য বেছে নেন মুখ্যমন্ত্রী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊