কৃষি সচেতনতা বাড়াতে কৃষি মেলা ও প্রদর্শনী অনুষ্ঠান
![]() |
কৃষি মেলা ও প্রদর্শনী |
নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্য:
প্রনয়ী এফ পি সি এর উদ্যোগে আজ কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের ছাট গোপাল গঞ্জ গ্রামে অনুষ্ঠিত হল এক দিবসীয় কৃষি মেলা ও প্রদর্শনী অনুষ্ঠান। নাবার্ডের সহায়তায় এই মেলায় কৃষি ক্ষেত্রে কৃষকদের আয় বৃদ্ধি কীভাবে সম্ভব এবং নতুন নতুন প্রযুক্তি কৃষকদের কৃষির উন্নতি কীভাবে প্রয়োগ হবে সে বিষয়ে কৃষকদের সচেতনতা বৃদ্ধি করা ছিল এই মেলার উদ্দেশ্য।
নাবার্ডের সহায়তা নিয়ে কৃষক সমাজ কীভাবে উপকৃত হবেন, বিভিন্ন ফার্মাস ক্লাব সদস্যরা কীভাবে তাদের কৃষি উৎপাদনকে বৃদ্ধি করবেন এবং উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য বিক্রি করে তাদের আর্থিক উন্নয়ন ঘটাবেন সে বিষয় গুলি সম্পর্কে সচেতন করা হয় এই মেলায়।
আজকের এই মেলায় কৃষিজ ফসলের মধ্যে বিভিন্ন সবজির প্রতিযোগিতা মূলক প্রদশর্নীর ব্যবস্থা করা হয় এবং প্রদশর্নীতে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। সেই সাথে এদিন প্রনয়ী ফার্মাস ক্লাবে ন্যায্য মূল্যে ধান ক্রয় কেন্দ্রেরও উদ্বোধন হয় করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান রিঙ্কু রায় বর্মন,ডি ডিএম আলিপুর এল সি সরকার। এফ পি সি ডাইরেক্টর বাপ্পী রায় সহ এলাকার কৃষক বৃন্দ। এ বিষয়ে এলাকার কৃষক সজনী বর্মন জানান " কৃষি কাজে সচেতনতা বাড়াতে এধরনের মেলা আমাদেরকে অনেক বেশি আগ্রহী করবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊