সুপ্রিম স্বস্তি অভিষেকের! ভোট মরশুমে তলবে 'না' ইডিকে


Abhishek Banerjee



কয়লা পাচার কাণ্ডে সুপ্রিমকোর্টে স্বস্তি পেল অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি সমনের বিরোধিতায় শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ডায়মণ্ডহারবারের বিদায়ী সাংসদ অভিষেক। সেই প্রেক্ষিতেই লোকসভা ভোট চলা পর্যন্ত অভিষেককে দিল্লিতে তলব করতে পারবে না ইডি, নির্দেশ শীর্ষ আদালতের। মামলার পরবর্তী শুনানি ১০ জুলাই।



ইডির তলবে একাধিকবার হাজিরা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সামনে লোকসভা নির্বাচন তাই প্রচারে ব্যস্ত থাকবেন তিনি। এর ফলে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। আদালতে আইনজীবী কপিল সিবল আর্জি জানান যে, লোকসভা নির্বাচন চলাকালীন অর্থাৎ জুলাই পর্যন্ত যেন অভিষেককে যেন ইডি দিল্লিতে তলব না করে।



সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় যে, লোকসভা ভোট চলাকালীন অভিষেককে তলব করা যাবে না দিল্লিতে। এই মামলার পরবর্তী শুনানি ১০ জুলাই। এদিকে পয়লা জুন ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট। এবারেও ডায়মণ্ডহারবার থেকে প্রার্থী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।