হোটেল রুমে যুবকের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার যুবতী


হোটেল রুমে যুবকের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার যুবতী


রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল:

আসানসোলে হোটেলের রুমের ভেতর যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয় এক যুবতীকে। ঘটনার চার দিন পরে সাবানা পরভীন ওরফে জয়নাভ খাতুন নামে ঐ যুবতীকে শনিবার রাতে আসানসোল দক্ষিণ থানা পিপি গ্রেফতার করে বলে জানা গেছে। ঐ যুবতীর বাড়ি আসানসোলের কুলটি থানার নিয়ামতপুরের আকনবাগানে।

অভিযুক্ত যুবতিকে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আসানসোল আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে অভিযুক্ত যুবতীকে সেই আবেদনের ভিত্তিতে বিচারক তার জামিন নাকচ করে পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় বলে জানা যায়।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাটি খুন না আত্মহত্যা তাও ক্ষতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত,গত মঙ্গলবার আসানসোল কমিশনার অফিসের ঢিল ছোড়া দূরত্বে কুমারপুর সংলগ্ন জিটি রোডের পার্শ্ববর্তী একটি বেসরকারি হোটেলে ৩০৬ নম্বর রুমে কুলটির নিয়ামতপুরের ২১ বছরের রোহন প্রসাদ রাম নামে এক যুবক গুলিবিদ্ধ হয়। তাকে জেলা হাসপাতাল নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে।এরপর দক্ষিণ থানার পুলিশ হোটেলের ওই রুমটিকে সিল করে দেয়। এরপরই বুধবার গুলিবিদ্ধ যুবকের তদন্তে ওই হোটেলে চার জনের ফরেনসিকের দল এসে পৌঁছায়। জানা যায় বেশ কিছু তথ্য তারা সংগ্রহ করে নিয়ে যায়।

পরে মৃত যুবকের দেহ নিয়ে সঠিক বিচারের দাবিতে কুলটি থানার নিয়ামতপুরে জিটি রোড অবরোধ করেছিলেন যুবকের পরিবারের সদস্য, ও এলাকার বাসিন্দারা।

জানা গেছে মৃত যুবকের বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে এই যুবতীকে গ্রেফতার করা হয়েছে। তার ভিত্তিতে খুনের মামলা করা হয়েছে।