অসমের গ্রাহকের কাছে আগ্নেয়াস্ত্র পৌঁছানোর আগেই বাসন্তীরহাটে STF-র জালে ১




দিনহাটা:

অসমের গ্রাহকের কাছে আগ্নেয়াস্ত্র পৌঁছানোর আগেই বাসন্তীরহাটে STF-র জালে বেআইনী আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক ব্যাক্তি। বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টা নাগাদ কোচবিহার জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য্য একথা জানান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল সন্ধ্যায় রাজ্য পুলিশের STF শিলিগুড়ি ইউনিটের একটি দল গোপন সূত্রের খবরের ভিত্তিতে দিনহাটা সাহেবগঞ্জ থানার বাসন্তীরহাট বাজার এলাকার উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের কাছে এক ব্যক্তিকে বেআইনি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ গ্রেফতার করে। গ্রেপ্তার ব্যক্তির নাম ভোলা মিয়া(৩৫), তার বাড়ি দিনহাটা ভিলেজ ওয়ান গ্রাম পঞ্চায়েতের ফকিরটারী এলাকায়। তার কাছ থেকে উদ্ধার হয় বেআইনী 2 টি দেশীয় 7.65mm সেমি অটোমেটিক পিস্তল, 4 টি ম্যাগাজিন, 2 রাউন্ড কার্তুজ।

পুলিশ সূত্রে আলো জানা গিয়েছে জিজ্ঞাসাবাদে ভোলা মিয়া স্বীকার করেছে যে বিহার থেকেই বেআইনী আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ কিনেছিল, পাশাপাশি অসমের এক গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। সে আরো স্বীকার করেছে যে এর আগেও বেআইনি আগ্নেয়াস্ত্র ব্যাবসার সঙ্গে জড়িত ছিল সে।

আজ বৃহস্পতিবার দুপুরে সাহেবগঞ্জ থানার পুলিশ ভোলা মিয়ার বিরুদ্ধে অস্ত্র আইন মামলায় একটি মামলা রজু করিয়ে দিনহাটা মহকুমা আদালতে হাজির করা হয়। এদিন বিকেলে দিনহাটা মহকুমা আদালতের বিচারক ভোলা মিয়াকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।