WB Nursing: নার্সিং কোর্স নিয়ে বড় বিজ্ঞপ্তি রাজ্য স্বাস্থ্য দফতরের
এই মুহূর্তে পেশাগত কোর্স গুলির মধ্যে নার্সিং অত্যন্ত জনপ্রিয়। আর এই নার্সিং ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা (Nursing Age Limit) আর রইল না। সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে নার্সিং-এ ভর্তির বয়সের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হল। এখন থেকে নার্সিং-এ ভর্তির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা নেই।
রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে নার্সিং কোর্স অথার্ৎ বিএসসি নার্সিং/এএনএম/জিএনএম/ পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ড এমসি নার্সিং কোনো বয়সসীমা থাকবে না। অর্থাৎ বয়স অনেকটা বেশি হলেও আগ্রহী প্রার্থীরা নার্সিং কোর্সে ভর্তি হতে পারবে। (no upper age limit for Admission into Nursing Courses i.e. B.Sc Nursing/ANM/GNM/Post Basic B.Sc Nursing & M.Sc Nursing.)
প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় নার্সিং কোর্সে ভর্তির সুযোগ পায় ছাত্রছাত্রীরা। সম্প্রতি এই নার্সিং কোর্সের চাহিদা ব্যাপক। বর্তমান প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী নার্সিং-কেই বেছে নিচ্ছে। Nursing Age Limit
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊