Latest News

6/recent/ticker-posts

Ad Code

Primary Teacher Recruitment: প্রাথমিক নিয়োগে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের

Primary Teacher Recruitment: প্রাথমিক নিয়োগে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের

Highcourt


প্রথম মেধা তালিকার পর এবার দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রাথমিক শিক্ষক নিয়োগে বিচারপতি রাজশেখর মান্থার এই নির্দেশ। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিমকোর্টের পর সুপ্রিমকোর্টের নির্দেশে ২০২২ প্রাথমিক শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ করেছে পর্ষদ। এবার দ্বিতীয় তালিকা প্রকাশের নির্দেশ।



কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রথম প্রথম প্যানেল প্রকাশের পর একটি মামলায় হয় সেই মামলায় ১২ মামলাকারীরা জন্য এই নতুন তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দিয়েছেন, 'প্রথম মেধাতালিকার পর আলাদা করে আরও একটি মেধাতালিকা প্রকাশ করতে হবে। ১২ জন মামলাকারীর জন্য প্রকাশ করতে হবে আলাদা মেধাতালিকা।'



মামলাকারী ১২ জন সুপ্রিমকোর্টের নির্দেশে প্রকাশ করা প্যানেলের ওপর মামলা কারে। ওই ১২ জনের মধ্যে ৪ জনের বিএড ও ডিএলএড উভয় ডিগ্রি রয়েছে। ২০২২-এ নিয়োগের ফর্ম ফিলআপের সময় তাঁরা বিএড-কেই তাঁদের মূল ডিগ্রি বলে অগ্রাধিকার দিয়ে আবেদন করেছে। এদিকে পরে সুপ্রিম কোর্ট প্রাথমিকে বিএড বৈধ ডিগ্রি নয় বলে জানায়। বাকি ৮ জন ২টি ডিএলএড ডিগ্রিধারী, যার একটি মুক্ত বিদ্যালয়ের এবং পর্ষদ স্বীকৃত। ওই ৮ চাকরিপ্রার্থী মুক্ত বিদ্যালয়ের ডিএলএড-এ প্রাপ্ত নম্বরকেই তাঁদের যোগ্যতামান বলে জানান। সুপ্রিম কোর্ট মুক্ত বিদ্যালয়ের ডিগ্রিও বৈধ নয় বলে জানায়। সুপ্রিম কোর্টের নির্দেশের পর তথ্য পরিবর্তনের সুযোগ পাননি বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের।



মামলাকারীদের মামলা শুনে বিচারপতি নতুন করে আর একটি মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেন। 'পর্ষদকে অনেক বাধা পেরোতে হচ্ছে এটা ঠিক, কিন্তু নাগরিকের অধিকার খর্ব করা যায় না', আলাদা মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিয়ে মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code