Holiday: শিক্ষকদের জন্য সুখবর! ছুটির দিনে মাধ্যমিক খাতা দেখলে অতিরিক্ত ছুটির নির্দেশ পর্ষদের


WB School News


শিক্ষকদের জন্য সুখবর শোনালো মাধ্যমিক শিক্ষা পর্ষদ। সম্প্রতি শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আর মাধ্যমিকের খাতা যেসকল শিক্ষক ছুটির দিনেও দেখবেন তাঁদের জন্য অতিরিক্ত ছুটির ঘোষনা করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে ছুটির সময় মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার খাতা দেখার দায়িত্বের জন্য ক্ষতিপূরণমূলক ছুটি দেওয়া হবে।



বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভাপতির নির্দেশে অ্যাড-হক কমিটি, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রধান শিক্ষকদের ১৮ ফেব্রুয়ারি, ২৫ ফেব্রুয়ারি, ২৬ ফেব্রুয়ারি ও ৮ মার্চ ছুটির দিনে পরীক্ষার খাতা যে সকল শিক্ষক দেখবেন তাঁদের ক্ষতিপূরণে অতিরিক্ত ছুটির দেওয়ার নির্দেশনা দিয়েছে।



মাধ্যমিক পরিক্ষার সংশ্লিষ্ট প্রধান পরীক্ষক/পরীক্ষকদের ক্ষতিপূরণমূলক ছুটির জন্য, তাদের উল্লিখিত তারিখে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে হবে এবং পরবর্তীতে প্রমাণ সহ উল্লেখিত তারিখে উপস্থিতির জন্য ক্ষতিপূরণমূলক ছুটির জন্য সংশ্লিষ্ট প্রধানের কাছে আবেদন করতে হবে 30 এপ্রিল 2024 এর মধ্যে।