Latest News

6/recent/ticker-posts

Ad Code

Mimi Chakrobarty: সংসদ কমিটি থেকে ইস্তফা, রাজনীতি এবং যাদবপুর লোকসভা থ‌েকে দূরত্ব বাড়াচ্ছেন মিমি!

Mimi Chakrobarty: সংসদ কমিটি থেকে ইস্তফা, রাজনীতি এবং যাদবপুর লোকসভা থ‌েকে দূরত্ব বাড়াচ্ছেন মিমি!





রোগী কল্যাণ সমিতি থেকে ইস্তফা দিয়েই জল্পনার সূত্রপাত ঘটেছে রাজনৈতিক জীবনে মিমি চক্রবর্তীর অবস্থান নিয়ে। এবার সেই জল্পনাকে আরও মজবুত করে দিল মিমি নিজেই। সংসদ কমিটি থেকে ইস্তফা দিলেন মিমি।


সংসদে শিল্পবিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন মিমি। পাশাপাশি শক্তি মন্ত্রক এবং নবীন ও পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ মন্ত্রকের যৌথ কমিটির সদস্য ছিলেন। নলমুড়ি আর জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন পদেও ছিলেন মিমি চক্রবর্তী। 



মিমির এই পদক্ষেপে জল্পনা তুঙ্গে। অনেকে মনে করছে রাজনীতি থেকে সড়ছেন মিমি। এর আগে একই ভাবে দুরত্ব বাড়ানোর চেষ্টা চালিয়েছিল দেব। তবে শেষমেষ মমতা-অভিষেকের পদক্ষেপে ফের লড়ার জন্য রাজি হয়েছেন দেব। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code