Latest News

6/recent/ticker-posts

Ad Code

Mimi Chakraborty: শখ মেটাতে সাহসী মিমি

Mimi Chakraborty: শখ মেটাতে সাহসী মিমি

Mimi


শখ মেটাতে এবার সাহসী মিমি চক্রবর্তী। কাজের ফাঁকে কোথাও বেড়াতে গিয়েছেন মিমি চক্রবর্তী। কোথায় গিয়েছেন তা খোলাসা করেননি তবে স্কুবা ডাইভিংর শখটা পূরণ করেই ফেললেন তিনি।
Mimi


স্কুবা ডাইভিং-এর ছবি এবং ভিডিয়ো নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। মোট আটটি ছবি ইনস্টাতে পোস্ট করেছেন। স্পিড বোট থেকে ধাক্কার সময় চোখেমুখে আতঙ্কের ছাপ সাংসদ অভিনেত্রীর।
Mimi


মনের সাহসে গভীর জলে ডুব দিয়ে ফিরে এসে তাঁর মুখে হাসির ফোয়ারা। স্কুবা ডাইভিং করে শংসাপত্রও পেয়েছেন মিমি। ঝিনুক দিয়ে সেই শংসাপত্র সাজিয়ে ছবি তুলেছেন মিমি।
Mimi


একদিকে নতুন মিউজিক ভিডিয়ো ‘ভাল্লাগছে না’র প্রচার নিয়ে বেজায় ব্যস্ত অন্যদিকে নতুন কাজ আবার সাংসদ হিসেবে নিজের লোকসভার কাজতো রয়েছে। এর ফাঁকেই শখ পূরণে মিমি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code